September 25, 2023, 2:36 am
চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় সেলিম বিশ্বাস (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার জগদীশপুর ইউনিয়নে সর্পরাজ পুর (পুস্তিঘাটা) বাজারে এই দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত সেলিম বিশ্বাস আড়পাড়া গ্রামের মৃত্য আকেজ উদ্দিনের ছেলে।
ঘটনা বিবারণে জানা যায় সর্পরাজ পুর (পুস্তিঘাটা) বাজেরে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন চালিত ট্রাক্টরারের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকিয়ে পড়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে বিকাল সাড়ে ৪ টার দিকে হাসপাতলে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার খন্দকার জুলফিকার ইসলাম বলেন হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। তিনি বলেন নিহত ব্যক্তির বুকে ও হাতে বড় ধরনের আঘাত লেগেছে। চৌগাছা থানর অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
——-