October 2, 2023, 5:10 am
হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
চুনারুঘাট আসন্ন পৌরসভার নির্বাচনে সাবেক উপজেলার ছাত্রলীগ সাধারন সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম (রুবেল) পেলেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন। ১৩ জানুয়ারি বুধবার রাতে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানী ঢাকায় গণভবনে স্থানীয় সরকার প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে ওই সিদ্ধান্ত জানানো হয়।
বৃহস্পতিবার ১৪ই জানুয়ারি : হবিগঞ্জের চুনারুঘাট পৌর নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রুবেল। বুধবার সন্ধায় আওয়ামীলীগের স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ডের সভাশেষে দলীয় প্রার্থী ঘোষনা করা হয়। চুনারুঘাট পৌর নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে তৃণমূল থেকে বর্ধিত সভার সিদ্ধান্তমতে ৫ জনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল। তারা হলেন, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বিগত পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল আলম রুবেল, উপজেলা যুবলীগের সহ সভাপতি সহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মৃক্তাদির কৃষান চৌধুরী, সাবেক ছাত্রনেতা বজলুর রশীদ দুলাল ও পৌর যুবলীগের আহবায়ক নাজমুল ইসলাম (বকুল)
চুনারুঘাট পৌরসভার নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ জানুয়ারী।