December 1, 2023, 10:01 pm
মোঃ আবু হানজালা,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
দেশব্যাপী নারী,শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক -সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। শনিবার সকাল ১১ঃ০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ বঙ্গবন্ধু চত্বরের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি-জনাব আসলাম কবির এবং সাধারণ সম্পাদক -মনোয়ার হোসেন জুয়েল,সহ-সভাপতি- রবিউল আলম টুটুল,যুগ্ন সম্পাদক-বদিউজ্জামান রাজাবাবু,কোষাধ্যক্ষ-মোস্তাক হোসেন,প্রচার সম্পাদক- মোঃ আবু হানজালা, দপ্তর সম্পাদক-আখতারুজ্জামান,আইন সম্পাদক-এ্যাড.উমর ফারুক, সাংস্কৃতিক সম্পাদক-মোঃ ফারুক চৌধুরী,উপস্থিত ছিলেন, সুজন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি- অধ্যাপক জাহাঙ্গীর আলম, সম্পাদক- জারিফ হোসেন,আরও উপস্থিত ছিলেন, জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি- মনিরুজ্জামান মনির,সাবেক চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র- মাওলানা আব্দুল মতিন,সাবেক মহিলা পৌর কাউন্সিলর- শরিফা খাতুন বেবী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধনটি সুজনের জেলা শাখার সভাপতি জনাব আসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন মোঃ ফারুক চৌধুরী।
মানববন্ধনে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে উপস্থিত বক্তারা বক্তব্য রাখেন।বক্তারা বলেন, ধর্ষক এবং ধর্ষকের পিছনে যারা মুখোশধারী হিসেবে কাজ করছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সেই সাথে যারা ধর্ষণ করবে তাদের সম্পত্তি ক্রোক করা হোক। মানববন্ধনে উপস্থিত বক্তারা আরও বলেন, আগামীতে যেন আর কেউ কারো মা- বোনকে ধর্ষণ করতে সাহস না পায় সেই কারনে আইন সংশোধন করে ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড করা হোক। পরিশেষে সভাপতির বক্তব্য দিয়ে মানববন্ধন কর্মসূচি সমাপ্তি করা হয়।
মোঃ আবু হানজালা
০১৭৮৫-৫৯৭০৭২
চাঁপাইনবাবগঞ্জ।