October 2, 2023, 4:05 am
মোঃ আবু হানজালা, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত পৌরসভাধীন আজাইপুর শংকরবাটী বিল সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। উক্ত মানববন্ধনটি সচেতন নাগরিক সমাজ এর ব্যানারে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনটি ০৮/১১/২০২০ ইং রোজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রানকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক আজাইপুর শংকর বাটী বিল এলাকায় অনুষ্ঠিত হয়। দির্ঘদিন যাবত সংস্কারের অভাবে বিলের পানি দূষিত হাওয়ায় বিভিন্ন রোগজীবাণুতে আক্রান্ত হয়ে এলাকাবাসী নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছে ও বিভিন্নরকম অসুবিধার মধ্যে দিন কাটাতে হচ্ছে।
আজাইপুর শংকরবাটী বিলটির সংরক্ষণের দায়িত্বে আছেন চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভা কিন্তু সেই জায়গাটি ব্যাবহারের অযোগ্য হয়ে পড়ায় এলাকার সচেতন নাগরিক সমাজ বিলটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেন যাতে করে প্রধানমন্ত্রী সহ যথাযথ কর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহনের মাধ্যমে বিলটি দ্রুত সংস্কার হয়।
উক্ত মানব বন্ধন কর্মসূচীতে এলাকার গন্যমান্য ব্যাক্তি সহ বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক , আলহাজ্ব মোঃশামসুদ্দীনদড় বাবলু, মোঃ জিলহাজ্ব বিশ্বাস, যুগ্ন আহবায়ক মোঃ মাসিদুর রহমান মাসুদ, সাচিপ এর সভাপতি ডা. গোলাম রাব্বানী, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর সামিম আহম্মেদ, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ওয়াহেদুজ্জামান অহেদ , মোঃ হুমায়ন কবির আলি, মোঃরিয়াদ ফয়সাল,মোঃ শহিদুল ইসলাম, ডা. মোঃদ রিপন আহম্মেদ, খোরশেদ আলম, শান্তিমোড় রামকৃষ্টপুরের বাসিন্দা সেরাজুল ইসলাম, আ. কাইউম আলী প্রমুখ।