October 1, 2023, 4:17 pm
তছলিম আখন; ভোলা চরফ্যাশন প্রতিনিধি ।
৭ উপলেলা নিয়ে ভোলা জেলা । পূবে মেঘনা আর পশ্চিমে তেঁতুলিয়া ন্দীর মোহনায় এ জেলার মানুষের বসবাস।মেঘনা আর তেঁতুলিয়ার ভাঙ্গনে সর্বসান্ত হয়েছে হাজারো পরিবার ।ভিটে বাড়ী আর ফসলি জমি হারানো খেটে খাওয়া মানুষগুলোর দুর্দিনের কথা ভেবে ভোলার স্ব স্ব নির্বাচনী এলাকার সংসদ সদস্যরা দ্বারস্ত হয়েছে পানি সম্পদ মন্ত্রনালয়ের ।এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামিম এমপি চরফ্যাশনের মেঘনা ও তেতুলিয়া নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী মুজিববর্ষে বৃক্ষরোপন কর্মসূচীসহ বেঁতুয়া প্রশান্তি পার্ক, চরফ্যাশনে অবস্থিত বরিশাল বিভাগের সর্বাধুনিক শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক এবং দেশের একমাত্র দৃস্টিনন্দন “জ্যাকব টাওয়ার পরিদর্শন করেন।এসময়ে যুব ও ত্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি,ভোলা ২ আসনের এনপি আলী আজম মূকুল, ভোলা ৩ আসনের এমপি নুরনবী চৌধুরী শাওন উপজেলা চেয়ারম্যান জনাব জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মহাজন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম মোর্শেদ, চরফ্যাশন থানার ওসি মোঃ মনির হোসেন, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু জাহের ভূঁইয়া, মোঃ হোসেন চেয়ারম্যান,এনায়েত উল্লাহ সবুজ প্রমুখ পানি সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে নদীভাঙ্গন ও গুরুত্বপূর্ণ স্হাপনা পরিদর্শনকালে তার সাথে সফরসঙ্গী হিসেবে উপস্হিত ছিলেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রী নদী ভাঙ্গন প্রতিরোধে অচিরেই প্রোয়জনীয় ব্যাবস্থা নিবেন বলে জানান যুব ও ত্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপিকে।