December 1, 2023, 11:00 pm
তছলিম আখন চরফ্যাশন প্রতিনিধি:
২৮ ফেব্রুয়ারি পঞ্চম দফায় চরফ্যাশন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন এম মোরশেদ৷ তিনি চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক৷ এম মোর্শেদকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেয়ায় শহরজুড়ে মিছিলে মিছিলে উৎসবের আমেজে পরিণত হয়েছে৷
শনিবার গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডে চরফ্যাশনসহ ৩১ পৌরসভায় দলীয় মনোনয়ন দেয়া হয়৷
এসএম মোর্শেদ দলীয় মনোনয়ন পাওয়ার খবরে শহরজুড়ে নেতাকর্মী আর সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলীয় নেতা কর্মীরা ৷ চরফ্যাশনে আওয়ামী লীগের পথসভায় তৃণমূল নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে এস এম মোরশেদকে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় চরফ্যাসশন উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।