October 1, 2023, 3:29 pm

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে পার্বতীপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিং উঠান বৈঠক বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা যিনি দায়িত্ব পালন করার ক্ষেত্রে সত্যিকারে কর্মঠ, তাঁর সামনে কোন কিছুই বাধা হতে পারে না নাটোর গুরুদাসপুরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার নাটোর গুরুদাসপুরে গৃহবধূ খুনের ঘটনায় ০৩ দিন পেরিয়ে গেলেও ঘাতক স্বামী এখনো পলাতক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ৩,৫,৬,ও ৭ ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাউন্সিল সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হাকিমপুর হিলিতে অসহায় মহিলাকে শারীরিক নির্যাতন, অভিযুক্ত সাবেক স্বামী,দেবর, ভাসুর, শ্বশুড়

চরফ্যাশনে ৪ মাদক সেবনকারী গ্রেপ্তার

তছলিম আখন, চরফ্যাশন প্রতিনিধি৷
চরফ্যাশনে চার মাদক সেবনকারী গ্রেপ্তার৷
চরফ্যাসনে গাঁজাসহ চার মাদক সেবনকারী গ্রেফতার করেছে সদর থানাপুলিশ। গতকাল রবিবার রাতে চরফ্যাসন সদর থানাপুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে উপজেলার কাইমুদ্দিন মোড় উদয়ন স্কুল সংলগ্ন এলাকা থেকে এ মাদক সেবনকারীদের গ্রেফতার করেন বলে থানা সূত্রে জানা গেছে৷

গ্রেফতারকৃতরা হলেন, লালমোহন থানার রমাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা আবদুল মন্নানের ছেলে ইমন হোসেন(২১) রমাগঞ্জ পুর্ব চর উমেদ ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইসলামের ছেলে শাইফুল ইসলাম(২০) রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার ৪নং ওয়ার্ডের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে আজাদ(২১) এবং চরফ্যাসন পৌরসভা ২ নং ওয়ার্ডের বাসিন্দা আবু তাহেরের ছেলে আশরাফ (১৯)৷

জানা যায়, গ্রেফতারকৃত মাদক সেবনকারীরা লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন থেকে চরফ্যাসনসহ বিভিন্ন এলাকায় দ্বীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত। এছাড়াও চরফ্যাশনে দীর্ঘদিন ধরে মাদকের চালান নিয়ে আসছিলো এমন তথ্য পুলিশের কাছে থাকলেও উপযুক্ত প্রমানের জন্য তাদেরকে গ্রেফতার করা যায়নি৷

রোবিবার রাতে গ্রেফতারকৃত ওই যুবকরা ওই এলাকায় মাদক সেবনের সময় চরফ্যাশন সদর থানাপুলিশের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে।লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের বাসিন্ধারা জানান, ওই ইউনিয়নের যুবলীগ সভাপতি মোসলেউদ্দিন লিটনের ভাতিজা সোয়েব বিভিন্ন শ্রেনীর কলেজ ছাত্র ও কিশোরদের দিয়ে মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছেন। তার ব্যাবহৃত মোটর সাইকেল নিয়েই যুবকরা ফোন কলের মাধ্যমে বিভিন্ন এলাকায় মাদক সরবারাহ ও হোম ডেলিভারি দিয়ে থাকেন। ওই এলাকার বাসিন্ধাদের অভিযোগে অভিযুক্ত সোয়েব এর মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি৷

চরফ্যাসন সদর থানা অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার তাদের কোর্টে প্রেরণ করা হবে।
চরফ্যাশন থানাপুলিশের মাদক বিরোধী অভিযান সমাজের সকল মাদক সেবী ও কারবারি সহ সংশ্লিষ্টদের আলোর পঁথ দেখাবে বলে মনে করছেন সুসিল সমাজ।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com