December 1, 2023, 12:29 pm
হাছিবুর রহমান,চট্টগ্রাম:
সিডিএ নিউ চান্দগাঁও আবাসিক এলাকার ৪ নং রোড, ৪০ নং বাড়ির ৩য় তলার একটি বাসায় পুলিশ অবিজান চালিয়ে তেইশ হাজার দুইশত ইয়াবা,নগদ আট লক্ষ তিরাশি হাজার ছয়শত বাইশ টাকা, বিভিন্ন ব্যাংকের বারোটি চেক বই এবং ইয়াবা পাচারের বিভিন্ন সারংজামসহ চারজন (মোহাম্মদ ফোরকান, তার স্ত্রী সামিময়ারা সুমি,রাসেল এবংমোবারক হোসেনকে ) আটক করে পুলিশ।
বাকলিয়া থানার ইনসার্জ, মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, গত পাঁচ তারিখ নতুন ব্রিজ এলাকা থেকে এক রোহিঙ্গাকে বিদেশি পিস্তলসহ আটক করে তার মাধ্যমে আরেকজন রোহিঙ্গা সরদারকে গ্রেফতার করে তাদের দুইজনকে অস্ত্রের মামলা দিয়ে পাঁচ দিনের রিমান্ড চলমান রয়েছে, তাদের কাছ থেকে সন্ধান পেয়ে আরো দুইজন ইয়াবা কারবারিকে আটক করে পুলিশ।
সিডিএ নিউ চান্দগাঁও আবাসিক এলাকায় আসামিদের বাসায় অবিজান পরিচালনা করেন, এস এম মেহেদী হাসান (চট্টগ্রাম মেট্রোপলিটন উপ- পুলিশ কমিশনার (দক্ষিণ) , সি-এমপি) তিনি বলেন বাসায় বিভিন্ন ব্যাংকের বারোটি চেকবই পাওয়া যায় যার মাধ্যমে অর্ধ শতাধিক টাকার লেনদেন হয়েছে সাথে নগদ (৮৮৩৬২২) টাকা, ২৩২০০ পিচ ইয়াবা এবং ইয়াবা পাচারের বিভিন্ন সারংজাম পাওয়া যায়।
তিনি আরো বলেন, প্রধান আসামির একটি হাত নেই। সে বিভিন্ন এলাকায় ভিন্ন নাম দিয়ে বাসা নিয়ে ধর্মিয় লেবাসে এই অপকর্ম চালিয়ে যান।
আরকজনের সাথে সরাসরি মায়ানমারের সাথে জড়িত এবং অন্যজন রোহিঙ্গা ক্যাম্পের সাথে জড়িত। এভাবেই তাদের নেটওয়ার্কে আমরা ধরতে সক্ষম হয়েছি। এলাকার বাসিন্দারা বলেন এভাবে ইসলামের লেবাস ধরে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মাদক কারবারিদের আরো তদন্ত করে কঠিন শাস্তি দিয়ে শিক্ষা দেওয়া যাতে করে কেউ ধর্মীও লেবাস ধরে এ অপকর্মে জড়িত না হয়।
অবিজান চলাকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পলাশ কান্তি নাথ,চকবাজার জুনের সহকারী বাইচুল ইসলামসহ একাধিক পুলিশ টিম।
নাম : হাছিবুর রহমান
মোবাইল : ০১৮১৫৭৯১৬৯৫