October 1, 2023, 3:14 pm

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে পার্বতীপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিং উঠান বৈঠক বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা যিনি দায়িত্ব পালন করার ক্ষেত্রে সত্যিকারে কর্মঠ, তাঁর সামনে কোন কিছুই বাধা হতে পারে না নাটোর গুরুদাসপুরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার নাটোর গুরুদাসপুরে গৃহবধূ খুনের ঘটনায় ০৩ দিন পেরিয়ে গেলেও ঘাতক স্বামী এখনো পলাতক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ৩,৫,৬,ও ৭ ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাউন্সিল সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হাকিমপুর হিলিতে অসহায় মহিলাকে শারীরিক নির্যাতন, অভিযুক্ত সাবেক স্বামী,দেবর, ভাসুর, শ্বশুড়

গোসাইরহাটে একই পরিবারের ৫জনকে কুপিয়ে হত্যা

মোঃ মেহেদী হাসান কামরুল
স্টাফ রিপোর্টার

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার সামন্তসার গ্রামে একই পরিবারের ৫জনকে কুপিয়ে হত্যা করেছে তার মেয়ে জামাই পক্ষের লোকজন। বৃহস্পতিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামন্তসার গ্রামের শহীদুল বেপারীর মেয়ে তানিয়াকে গত ৩বছর আগে প্রেম করে বিয়ে করে পাশের বাড়ির মোক্তার আকনের ছোট ছেলে রাকিবুল আকন। রাকিবুলের স্ত্রী তানিয়া ৬মাসের অন্তঃসত্ত্বা হলে পড়লে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ প্রয়োগ করে রাকিবুল আকন। এতে রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয় রাকিবুলের পরিবারের লোকজন।
ঘটনার দিন রাকিবুল আকন, তার পিতা মোক্তার আকন, ভাই রতন ও রতনের স্ত্রী স্বর্না মিলে তানিয়াদের বাড়িতে প্রবেশ করে মাংস কাটার চাপাতি, বটি দা ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে শহীদুল বেপারী, তার মা আনোয়ারা, ভাই আব্দুল আজিজ, শাহজালাল বেপারী ও তার ভাইয়ের স্ত্রী আমেনা বেগমকে কুপিয়ে জখম করেছে তারা। গুরুতর আহত আমেনা বেগম, আব্দুল আজিজ ও শহীদুলকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তানিয়া বেগম জানান, তার স্বামী রাকিবুলসহ শ^শুর বাড়ির লোকজন কসাইয়ের (মাংস বিক্রি) ব্যবসা করেন। শ^শুর বাড়ির লোকজনের সাথে সামান্য কথা কাটাকাটি হলেই মাংস কাটার চাপাতি, বটি দা ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে তেড়ে আসে তারা। এছাড়াও শ^শুর বাড়ির লোকজন ২ লাখ টাকা যৌতুক দাবী করে আসছে। এতো টাকা দিতে না পারায় আমার বাবাসহ আত্মীয়-স্বজনদের উপর হামলা করছে তারা। এ ঘটনায় শাহজালাল বেপারী বাদী হয়ে গোসাইরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, এ ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com