September 23, 2023, 1:37 am
জাহিদ হাসান লালটু,
দৌলতপুর প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি ব্রীজ সংলগ্ন আজ সকাল ৭ ঘটিকার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ইউনাইটেড কোচ ও রংপুর থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ২৩ জন। আহতরা হলেন ১/ আলমগীর হোসেন (৩৫) পিতা আতিয়ার রহমান, সাং-শেখের হাট, থানাঃ বদরগঞ্জ রংপুর, ২/জাহাঙ্গীর (৩৫) পিতা খোরশেদ আলম, সাং-বাঘারপাড়া, যশোর, ৩/ সাদ্দাম হোসেন (২৮) পিতাঃ মোস্তফা, থানাঃ বদরগঞ্জ রংপুর, ৪/সাহান (৩০) পিতাঃ রুহুল আমিন, সাং- খোলাহাটি, দিনাজপুর, ৫/রাব্বি (২১) পিতাঃ আব্দুল খালেক, সাং-গাবতলী,নারায়নগঞ্জ ৬/মানিক জাম্মান (১৯)পিতাঃ নিজাম উদ্দিন, সাং-চকগুলিয়া পলাশবাড়ী, ৭/রাসেল (১৮) পিতা মহাম্মাদ আলী,সাং ডাঙ্গাপাড়া পলাশবাড়ী, ৮/ মারুফ(১৮) পিতাঃ মহিউদ্দিন থানা রংপুর, ৯/ খালেক (৩৫)পিতা জমসের,সাং- গঙ্গাচড়া, রংপুর,১০/রবিউল(২০) পিতা মজিবর রহমান সাং- পন্নিমারি রংপুর,১১/আশরাফুল (১২) পিতা মুনসুর সাং- ধনাইহাট,লালমনি,১৩/আফরুজা বেগম (৩৫) স্বামী মৃত কালাম শেখ, সাং- মুলাটোন থানা কোতোয়ালী রংপুর, ১৪/ লাইলি বেগম (৪০)স্বামী এনামুল হক, সাং- রাজারামপুর,দিনাজপুর, ১৫/ বৃষ্টি (১৬) পিতা এনামুল হক, সাং- রাজারামপুর দিনাজপুর, ১৭/মেহেদী হাসান(২১) পিতা আইয়ুব আলী, সাং- দোবাকুল, দিনাজপুর, ১৮/ শ্রী চঞ্চল চন্দ্র(২২) পিতা শ্রী নকেশ চন্দ্র, সাং- কানিকাপুর, দিনাজপুর কে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার করে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করায়।