September 25, 2023, 3:53 am
মোহাম্মদ বাবলু মিয়া টাঙ্গাইল জেলা সংবাদদাতা:
৬ সেপ্টেম্বর ২০২৩ ইং বুধবার পৌরশহরের সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এসএসসি ৮৯ ও ৯০ ব্যাচের শিক্ষার্থীর আয়োজনে। বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন শিক্ষার্থীদের স্মরণে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পেইন উদ্বোধন করেন বিএসএমএমইউ এর প্রক্টর প্রফেসর ডাঃ হাবিুবর রহমান দুলাল। প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ এর ডিন প্রফেসার ডাক্তার মোহাম্মদ হোসেন।
সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আতিকুর রহমান। বক্তব্য রাখেন অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, বক্ষব্যাধি বিষেশজ্ঞ অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম, ডাক্তার ও সার্জন বিদ্যুত চন্দ্র দেবনাথ, ঢাকা রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন প্রমুখ । ক্যাম্পে দেশের সেরা ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৩ হাজার দরিদ্র রোগীকে বিনামূল্যে সেবা দেন।