December 1, 2023, 1:13 pm
মৃদুল বিশ্বাস , টুংগীপাড়া বিশেষ প্রতিনিধি
হেমন্তের ভোরে শিশির সিক্ত দূর্বা ঘাস ও পথঘাট। সূর্যের আলোতে শিশির দানামুক্তার মতো জ্বল জ্বল করে জানান দিচ্ছে, এসেছে শীত।
কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সূর্যের উদয়। শীতের আমেজ না, সত্যিকারের শীত।
রবিবার (২২নভেম্বর) রাতে গোপালগঞ্জবাসীকে জানান দিয়েছে শীতের আগমনী বার্তা। তবে জাঁকিয়ে বসেনি এখনো।
লেপ, কম্বল বের করতে শুরু করেছে বাড়ির গৃহিণীরা।
উৎসব আর আনন্দের মাঝে অনেক গ্রামে পাতো রোপন করা শুরু হয়েছে।
দিনে গরম, রাতে শীতল হাওয়া আর ভোরের ঘন কুয়াশা বলে দিচ্ছে শীত আর দূরে নেই। গ্রামাঞ্চলে একটু বেশি শীত পড়তে শুরু করেছে। গোপালগঞ্জ শহরে এখনও সেভাবে শীত অনুভূত না হলেও সন্ধ্যা আর শেষ রাতে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। শীতের আগমনী বার্তার কড়া নাড়া শুরু হয়েছে। শীত জেঁকে বসার আগেই গোপালগঞ্জে লেপ-তোষক তৈরির ধুম লেগেছে। সকালে দেখা মিলছে সাদা কুয়াশার ভেলার। এই কুয়াশা জানান দিচ্ছে শীতের বার্তা। উত্তর দিক থেকে বইছে ঠান্ডা হওয়া। সকালে ঘর থেকে বের হলেই ঠাণ্ডা ঠাণ্ডা ভাব।
শেষ রাতে গায়ে কাঁথা চাপাচ্ছেন অনেকেই। যদিও দিনে গরমের তীব্রতা খুব একটা কমেনি।
প্রকৃতিতে শীতের আমেজ শুরু হতে না হতেই বিভিন্ন রকম অতিথি পাখিরা হাজির হচ্ছেন টুঙ্গিপাড়ার বিলগুলোতে।
আসছে এই শীতের কারণে দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার সম্ভাবা বেশি বলে জানিয়েছেন টুংগীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন । আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্তব্যরত আবহাওয়াবিদ বলেন গোপালগঞ্জে কমছে তাপমাত্র। শীতের আমেজ অনুভূত হচ্ছে। রবিবার রাতে গোপালগঞ্জের তাপমাত্রা ছিলো ২০ দশমিক ৫ সেলসিয়ায়াস।১৮এর নিচে গেলে শীত অনুভূত হয়। ১৪/১৫ সেলসিয়ায়াস হলে পুরো শীত চলে আসে। এখন থেকে প্রতিদিনই তাপমাত্র কমবে। কমতে কমতে ২৫ তারিখের মধ্যে তাপমাত্রা ১৪/১৫ সেলসিয়ায়াসে চলে আসবে।