October 2, 2023, 4:46 am
শাহীন আলম সাজু, স্টাফ রিপোর্টারঃ-
বগুড়ার নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র বাবু।তবে সাম্প্রতিককালে তিনি গান গেয়ে আলোচনায় এসেছেন। করোনা পরিস্থিতি তে তার গাওয়া গানের ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। “মধু মালতি ডাকে আয়,ফুল ও ফাগুনের এ খেলায়” গানটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে গেয়েছেন তিনি। ভিডিওতে দেখা যায়, আলোচিত-সমালোচিত তার গানের জা’দুতে মা’তিয়ে দিয়েছে সে দর্শকদের মন। উপযুক্ত তালিম ছাড়াও এত সুন্দর গানের গ’লা মু’গ্ধ ও অবা’ক দর্শকরা।