December 1, 2023, 2:15 pm
মোঃলিয়াকত হোসাইন, জেলা প্রতিনিধি গাজীপুর।
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় গতকাল শনিবার বিকেলে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনার খবর পাওয়া গেছে।এতে ঘটনাস্থলেই গৃহবধু ইয়াসমিন আক্তার (৪০)মৃত্যুবরন করেন এবং আহত হয়েছেন তার স্বামী কহিনুর ইসলাম (৫০)
জানা গেছে,স্বামী কোহিনুর ইসলাম তার শশুড়বাড়ি শ্রীফলতলী গ্রাম থেকে তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেড়ার পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি যাএীবাহীবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কহিনুর ইসলামের স্ত্রী মৃত্যুবরন করেন এবং গুরুতর আহত হন কহিনুর ইসলাম।পরে স্হানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল করেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত কোহিনুর ইসলামের ছোট ভাই ভাই ৪নং ওর্য়াড পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম জানান মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনায় তার বড় ভাবী নিহত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি তার বড় ভাইয়ের অবস্থাও খুবই আশন্কাজনক।
গোড়াই হাইওয়ে থানা পুলিশের ওসি মোজাফফর হোসেন জানান দূঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং লাশ উদ্ধার করেন।পরে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারে বুঝিয়ে দেয়া হয়।