September 25, 2023, 4:05 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
প্রতিনিয়তই গণসংযোগ করছেন মনোনয়ন প্রত্যাশী ”ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন “সুশৃঙ্খল সমাজ গঠনের প্রত্যয়ে, মিলেমিশে কাজ করবো একসাথে” শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে জেলা পুলিশ গোপালগঞ্জ এর নিরাপত্তাজনিত আলোচনা সভা’ নন্দীগ্রামে মুকুল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৬ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ঝিনাইদহে বিকাশ, রকেট, নগদ, উপায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার রাস্তা প্রশস্তকরণ সম্পন্ন হলে পাল্টে যাবে মহাদেবপুর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে প্রেসক্লাব চত্তরে মানববন্ধন সুদের টাকা দিতে না পারায় কৃষককে শিকলে বেঁধে নির্যাতনকারী, গ্রেফতার ০১ ডিবি পুলিশের অভিযানে গাঁজা,ইয়াবা দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধায় প্রয়াত আবু জাফর সাবু স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত- দৈনিক সকলের বার্তা

মোস্তাকিম রহমান গাইবান্ধা প্রতিনিধি ঃ-

বিশিষ্ট ছড়াকার,সাহিত্যেক,সাংবাদিক ও ‘গাইবান্ধা ডট নিউজের উপদেষ্টা আবু জাফর সাবু স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে, ২৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত আবু জাফর সাবুর পরিবারের সদস্য ছাড়াও ছড়াকার, সাহিত্যেক, সংস্কৃতিকর্মী,
নাট্যনির্মাতা, ক্রীড়া সংগঠক,সাংবাদিক ও স্থানীয় বিশিষ্টজনরাও উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানটি আয়োজন করে ‘গাইবান্ধা ডট নিউজ ,। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন – কুব্দ্দুস আলম ও সন্ঞ্চালনা করেন মাহফুজ ফারুক, গণমাধ্যম কর্মী।
প্রয়াত আবু জাফর সাবুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই দারিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করেন।
পরে স্বাগত বক্তব্য রাখেন ‘গাইবান্ধা ডট নিউজ, এর বার্তা সম্পাদক ও আবু জাফর সাবু স্মারক প্রকাশনার সম্পাদক কাওসার রহমান রোমেল।
এরপর আবু জাফর সাবু স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন – প্রয়াত আবু জাফর সাবুর সহধর্মিণী সুফিয়া খাতুন ও ছেলে আবু কাওসার শিপলুসহ পরিবারের সদস্যরা। মোড়ক উন্মোচনের পর গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান স্বপনসহ স্মারক প্রকাশনার সংকলিত লেখকরা আবু জাফর সাবুর স্মৃতিচারণ করেন ও তার জীবন ও কর্মের ওপর আলোচনা করেন।
বক্তৃতারা বলেন, প্রয়াত আবু জাফর সাবুর প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে আজকের এই স্মারক প্রকাশনা।প্রয়াত আবু জাফর সাবু গাইবান্ধার সাংস্কৃতিক আন্দোলনের এক বিপ্লবী ব্যক্তিত্ব। তিনি শুধু তার কাজ গাইবান্ধায় সীমাবদ্ধ ছিল না ও সাংস্কৃতিক অঙ্গেণে ছিল না।
উক্ত স্মারক প্রকাশনা লেখেছেন, কবি সরোজ দেব,ক্রীড়া সংগঠক ওয়ালিউর রহমান রাফেল,শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী জহুরুল কাইয়ুম, বিশিষ্ট ছড়াকার, কবি ও সাংবাদিক ব্যক্তিত্ব অমিতাভ দাস হিমুন,বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক ব্যক্তিত্ব সিদ্দিক আলম দয়াল, কবি ও চারুশিল্পী খন্দকার নিপন,কবি ও সাহিত্যেক শামীম মাহাবুব, সাংস্কৃতিক কর্মী আলমগীর কবির বাদল, কবি ও সাংবাদিক ব্যক্তিত্ব রজতকান্তি বর্মন, শিশুতোষ লেখক ও সাংবাদিক ব্যক্তিত্ব মন্জুর হাবীব, সাংস্কৃতিক কর্মী শাহআলম বাবলু, নাট্যনির্মাতা মোহাম্মদ আমিন , সাংস্কৃতিক কর্মী পিন্টু রশিদ, সাংবাদিক শাহাবুল শাহীন তোতা,ছড়াকার ও সাংবাদিক জাভেদ হোসেন, নাট্যকর্মী ও সাংবাদিক আরিফুর ইসলাম বাবু,ফ্রিল্যান্ডস গবেষক সুমনা ঝুমুর, ছড়াকার কিংশুক ভট্টাচার্য, সাংবাদিক মাহফুজ ফারুক, কবি বিমল সরকার, সাবেক ছাত্রনেতা ওয়াজেদ হাসান শাওন, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু ও রওশন আলম পাপুল।
গাইবান্ধা ডট নিউজ বার্তা বিভাগের প্রকাশনায় বইটি সংকলন ও সম্পাদনা করেছেন কায়সার রহমান রোমেল।এতে উপদেশক হিসেবে রয়েছেন মঈনুর রহমান সোহেল, শামীম মাহাবুব, কুদ্দুস আলম ও রজতকান্তি বর্মন।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com