December 1, 2023, 12:18 pm
গতকাল গভীর রাতে পশ্চিম বাংলার জঙ্গল মহল এলাকা থেকে চলে গেছে ভারতের গোর্খা রেজিমেন্ট আর্টিলারি সদস্যরা। বিগত ২০১০,সাল থেকে জঙ্গল পারাপার কাজ করে আসছিল। এদের দাপটে গুড়িয়ে যায় ওড়িশা ও ঝাড়খণ্ড এবং ছত্রিশগড় এবং পশ্চিম বাংলার মাওবাদী স্কোয়াড এর সদস্যরা। জঙ্গল মহলের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এদের আনা হয়েছিল এই জঙ্গল মহল এলাকা র বেলপাহাড়ী,লালগড় পুরুলিয়ার ঝালদা বলরাম পুর ও অযোধ্যা পাড়াড় এলাকাতে। বতমান মাওবাদী স্কোয়াড এর নেতা আকাশ এর বাহিনীর সদস্যদের বৃদ্ধি রুখতে কোবরা বাহিনী ও নাগা রেজিমেন্ট আর্টিলারি উপর নির্ভর করতে হয়েছে। কিন্তু সম্প্রতি নাগাল্যান্ড নাগা কাওমী মুমেন্ট ও আই জ্যাক মুইভা গুরুপের তৎপরতা শুরু হয়েছে।তার মোকাবেলায় প্রস্তুত করতে এদের কে নাগাল্যান্ড পাঠানো হয়েছে।আজ পুরুলিয়া জেলা ইস্টোশন থেকে ট্রেন যোগে প্রথমে ডিমাপুর হয়ে বিভিন্ন স্থানে পাঠানো হবে। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।