December 1, 2023, 10:32 pm
স্টাফ রিপোর্টার ফেনী:ফেনীর সোনাগাজীতে ভূমিখেকোদের কবল থেকে দৌলত চৌধূরী দীঘির পাড়ের ৪০০ বছরের গণকবরাস্থান রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
রোববার (৩০ আগস্সট) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দৌলত চৌধূরী দীঘি সংলগ্ন সড়কে মতিগঞ্জ ও সোনাগাজী সদর ইউনিয়নের ছয় শতাধিক নারী-পুরুষ এই কর্মসূচী পালন করেন।
মানববন্ধন কর্মসূচীতে বক্তরা বলেন, প্রায় ৪০০ বছর পূর্বে ছাড়াইতকান্দি গ্রামের জমিদার দৌলত চৌধূরী এলাকাবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে ৯ একর জমিতে একটি দীঘি খনন করেন। তার নামানুসারে দীর্ঘিটির নামকরণ করা হয় দৌলত চৌধূরীর দীঘি। দীঘিটির চারপাশে স্থানীয় মৃত ব্যক্তিদের দাফনের জন্য গণকবরাস্থান হিসেবে উম্মুক্ত রাখা হয়। চার পাশেই ছাড়াইতকান্দি ও সুলাখালী গ্রামের হাজার হাজার নারী-পুরুষ ও শিশুকে ওই কবরাস্থানে সমাহিত করা হয়।
বংশানুক্রমে সর্বশেষ মুজিব আলী চৌধূরীদের ওয়ারিশ থেকে সুলাখালী গ্রামের ছালেহ আহমদ ও সুজাপুর গ্রামের জাহেদ হোসেনসহ ৪/৫ জন দীঘির জলাশয়ে মাছ চাষের জন্য ৫বছর মেয়াদী ইজারা নেন। তারা জলাশয় ইজারা নিয়ে দীঘির দক্ষিণ পাড়ে কবর থেকে কংকাল উপড়ে ফেলে দুটি দোকান ঘর ও পাকা সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন। এছাড়াও দীঘির পর তিন পাড়েও স্কেভেটর মেশিন দিয়ে মৃতদের কবর উপড়ে ফেলে। এনিয়ে গ্রামবাসীর মাঝে উত্তেজনার সৃষ্টি হয়।
গ্রামবাসী আরো দাবি করেন, ওই গণকবরাস্থানে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদ মুক্তিযোদ্ধা, ধর্মপ্রাণ মাওলানা, জমিদার বংশের লোকসহ দুটি গ্রামের হাজার হাজার মানুষ ওই কবরাস্থানে চির নিন্দ্রায় শায়ীত রয়েছেন। তাদের কংকাল উপড়ে ফেলে ভূমি দস্যু চক্রটি কবরাস্থান জবর দখলের পাঁয়তারা করে যাচ্ছে।
দলমত নির্বিশেষে দুটি ইউনিয়নের দুটি গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ পুরুষ তাদের পূর্বপুরুষদের কবর সংরক্ষণ ও কবরাস্থানের পবিত্রতা রক্ষার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে এই কর্মসূচী পালন করেন।
দৌলত চৌধূরী দীঘির গণকবরাস্থান রক্ষা কমিটির সভাপতি ও ওয়ারিশ সূত্রে একাংশের মালিক শাহাদাত হোসেন কায়েস চৌধূরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরুল আলম শিমুলের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আমিন উল্লাহ, একাংশের ওয়ারিশি মালিক সালাহ উদ্দিন চৌধূরী, গাজী সালাহ উদ্দিন রবিন, করিম উল্যাহ খোন্দকার, আরিফুল ইসলাম, সোহেল ছাকলাদার, আবুল হোসেন, আবুল কালাম, আবদুল শুক্কুর, শফি উল্যাহ, জয়নাল আবেদীন ও বিবি কুলছুম।
মানববন্ধন কর্মসূচীতে তারা আরো দাবি করেন, রোববার সকালে মানববন্ধন কর্মসূচীতে জড়ো হওয়ার প্রাক্কালে ভূমি দস্যু সালেহ আহম্মদ ও জাহেদ হোসেনের লালিত সন্ত্রাসী মো. রুবেল, মো. এয়াছিন, হেলাল উদ্দিন, রাকিব ও শাহাজাহানের নেতৃত্বে ১৫-২০জন সশস্ত্র সন্ত্রাসী সকাল সাড়ে নয়টার দিকে চাঁন মিয়া সওদার বাড়ির সামনে নিরিহ গ্রামবাসীর উপর হামলা করে। এসময় সন্ত্রাসীদের হামলায় মো. তারেক, মো. ফয়সাল, মো. সুজন, নজরুল ইসলাম, মো. রুবেল, মো. সজিব, মো. পিন্টু, মো. রিমন, মো. মিরাজ ও মো. সমীর সহ ১০জন গ্রামবাসী আহত হয়। আহতরা সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক নিয়েছে। হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবি জানান তারা।