December 1, 2023, 10:21 pm
মোঃ মানছুর রহমান (জাহিদ)স্টাফ রিপোর্টার,খুলনা:জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নাজমুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অদ্য ১৪/১০/২০২০ খ্রিঃ তারিখ মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান চক্র গ্রেফতার ও বিশেষ অভিযান পরিচালনাকালে কয়রা থানাধীন আমাদি বাজারে অবস্থানকালে গোপনসূত্রে সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, কয়রা থানাধীন নাকশা মধ্যপাড়া গ্রামস্থ জনৈক আজহারুলের মৎস্য ঘেরের বাসায় কতিপয় ব্যক্তি টাকা দিয়ে জুয়া খেলা করিতেছে। উক্ত সংবাদ উর্দ্ধতন কর্তৃপক্ষকে মোবাইল ফোনে অবহিত করে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে ১৪/১০/২০২০ খ্রিঃ তারিখ বিকাল ১৫.১০ ঘটিকার সময় কয়রা থানাধীন নাকশা মধ্যপাড়া গ্রামস্থ জনৈক আজহারুলের মৎস্য ঘেরের বাসায় উপস্থিত হয়ে আসামি ১। ইকরামুল শেখ (৩০), পিতা- সিরাজুল শেখ, ২। আইয়ুব গাজী (২৬), পিতা- আঃ খালেক গাজী, ৩। মোঃ মুকুল হোসেন (৩০), পিতা- সোবহান মিস্ত্রী, ৪। তোফায়েল হোসেন (৩৪), পিতা- মৃত উজির আলী গাইন, ৫। জাহাঙ্গীর মিস্ত্রী (৪০), পিতা- মৃক্তার মিস্ত্রী, সর্বসাং- নাকশা, থানা-কয়রা, জেলা-খুলনাদেরকে ধৃত পূর্বক তাদের হেফাজত হতে সর্বমোট ১১২০/- (এগারশত বিশ) টাকা, ০২ সেট তাস, ০১ টি প্লাষ্টিকের মাদুর উদ্ধার পূর্বক ১৪/১০/২০২০ খ্রিঃ তারিখ ১৫.৩০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সহ বিজ্ঞ আদালতে হাজির হলে জনাব, বুলবুল আহমেদ, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কয়রা কোর্ট, খুলনা সকল আসামিকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ত প্রদান করেন।