September 25, 2023, 2:19 am
মোল্লা জাহাঙ্গীর আলম ,খুলনা প্রতিনিধি:
খুলনার রূপসায় উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও ম্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান ১৯ অক্টোবর সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহাবুবুর রহমান।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দীন বাদশা,ডেপুটি কমান্ডার কাজী ইয়াহিয়া,রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন।
সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামানের পরিচালনায় বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা বজলুর রশীদ আজাদ, আবুল হোসেন, আ:মজিদ ফকির, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব নজরুল ইসলাম,মোরশেদুল আলম বাবু,সোনালী ব্যাংক কাজদিয়া শাখার ব্যবস্থাপক অসিত রায় চৌধুরী,মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ বিশ্বাস,আঃ মালেক শেখ,সন্তোষ কুমার চিন্তাপাত্র,হাসান মাহমুদ, আব্দুর সাত্তার মোল্যা,ওয়াজেদ আলী শিকদার,ইরাদত মোল্যা,মোস্তাহিন তালুকদার,টুকু মিনা,গোলাম মোস্তফা,মুনসুর বিশ্বাস,আঃ সবুর মোল্যা,শহীদ জমাদ্দার,গাউসুল হক লস্কর,মুজিবর শেখ,আব্দুল কুদ্দুস হাওলাদার,আনোয়ার হোসেন,আঃ জব্বার শেখ, মকবুল হোসেন,হরসিত বিশ্বাস,খোকা শেখ,শেখ জিন্নাত আলী,আতিয়ার রহমান প্রমূখ।