December 1, 2023, 11:17 pm
স্বপন কুমার রায় খুলনা জেলা প্রতিনিধি:
খুলনার দাকোপ প্রেসক্লাবের আয়োজনে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃআবদুল ওয়াদু’দের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আজ১৮ নভেম্ব বুধবার বিকাল চারটার দিকে দাকোপ প্রেক্লাবের সভাপতি শচীন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে পেসক্লাব মিলননায়তনে অনুষ্ঠািত হয় ।এসময় উপস্হিত ছিলেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক জি এম রেজা সিনিয়র সহসভাপতি স্বপন কুমার রায়,, সাবেক সভাপতি শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, শেখ মোজাফ্ফার হোসেন, , বিধান চন্দ্র ঘোষ,গাজী , জি এম আজম, মনিরুল ইসলাম মনি, দীপক রায়, জাহিদুর রহমান সোহাগ, এস এম মামুনুর রশীদ মজনু ফকির, পারুল বেগম, , কুমারেশ বিশ্বাস প্রমুখ।