December 1, 2023, 11:49 pm
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান:
খুলনার দাকোপ উপজেলা স্বাস্হ্যকমপ্লেক্সেপরিদর্শন করেছেন দাকোপের সদ্যযোগদান কারী নির্বাহী অফিসার শ্মিন্টুু বিশ্বাস।২৭ নম্বেবর শুক্রবার সকাল ১০টারদিকে উপজেলা স্বাস্হ্যকমপ্লেক্সের চিকিৎসারত রুগীদের স্বাস্হ্যসেবা নিশ্চিতের লক্ষে কতব্যরত চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্হিত ছিলেন দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভুমি মোর্তুজা খান,উপজেলা স্বাহ্য কমপ্লেক্সের এর কর্মকর্তা মোজ্জাম্মেল হক নিজামী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল সহউপজেলা স্বাস্হ্যকমপ্লেক্সের বিভিন্ন দপ্ততরের কর্মকর্তা, ডাক্তার, সেবিকা ও কর্মচারীবৃন্দ।