December 1, 2023, 1:11 pm
স্বপন কুমার রায় খুলনা জেলাপ্রতিনিধি:
নাগরিক জীবনে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশের সদস্যগণ সর্বদা নিবেদিত প্রাণ। সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গি ও সন্ত্রাস দমন, গণতন্ত্র রক্ষা ও জন নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী যে দেশপ্রেম ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে তা সাধারণ মানুষের কাছে প্রশংসা পেয়েছে। নাগরিক সেবার মান উন্নয়ন এবং অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করা এবং জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার মাধ্যমে নিরাপদ রাষ্ট্র নিশ্চিত করাই বাংলাদেশ পুলিশের বর্তমান চ্যালেঞ্জ— যেখানে কমিউনিটি পুলিশিং এর কোনো বিকল্প নেই। মডার্ন পুলিশিং-এর মূল কথাই হলো ‘কমিউনিটি পুলিশিং’ ।
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই শ্লোগানের প্রতিষ্ঠাতা যিনি এবং যার প্রচেষ্টায় এই শ্লোগানটি সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে, তিনি হলেন আধুনিক পুলিশিং ব্যবস্থার জনক লন্ডন মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাতা স্যার রবার্ট পিল। তিনি সনাতনী পুলিশ ব্যবস্থাকে আধুনিক পুলিশ ব্যবস্থায় রূপ দিতে গণমুখী (community oriented), প্রতিরোধমূলক (proactive) এবং সমস্যার সমাধানমূলক (problem solving) পুলিশি ব্যবস্থার কথা উল্লেখ করেছেন যেখানে জনগণকে সম্পৃক্ত করে, জনগণের অংশীদারিত্বের মাধ্যমে জনগণের প্রত্যাশা ও মতামতের ভিত্তিতে পুলিশি কার্যক্রম পরিচালিত হয়। রবার্ট পিলের গণমুখী পুলিশিং-এর মূলনীতি থেকে মূলত কমিউনিটি পুলিশিং এর ধারণার জন্ম।
কমিউনিটি পুলিশিং ডে-২০২০ `মুজিবর্ষের মূলমন্ত্র – কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপ থানা পুলিশের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা ৩১ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী এর নেতৃত্বে থানা চত্বর থেকে র্যালি বের হয়ে চালনা বাজার বৌমার গাছতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনছুর আলী খান দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ, চালনা পৌরসভার মেয়র সনত্ কুমার বিশ্বাস দাকোপ উপজেলা পুলিশং কমিটির সভাপ্রতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা পৌরসভার পুলিশং কমিটির সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাস, পৌরসভার কাউন্সিল রুস্তম আলীখান, আসিত সাহা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় মোড়ল, দাকোপ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন নারী সংগঠনের নেতা-কর্মী সহ কমিউনিটি পুলিশ ফোরাম দাকোপ থানা এর সম্মানিত সদস্যবৃন্দ।