October 2, 2023, 5:06 am
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান:
সারা দেশের সাথে দাকোপ উপজেেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ
রবিবার সকালে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করা হয়। হাসপাতালের প্রশিক্ষন প্রাপ্ত স্বাস্থ্য কর্মিদের মাধ্যমে রবিবার সকাল ১০ করোনা প্রতিরোধক টিকা দেওয়া হয়।এ সময় উপস্হিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মর্তুজা খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, দাকোপ থানা পুলিশের ওসি (তদন্ত) স্বপন কুমার, উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামীসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রথম পর্যায়ে দাকোপে সাড়ে ৫ হাজার মানুষকে টিকা দেওয়া হবে। ৫৫ বছরের উপরে যাদের বয়স এবং সম্মুখ সারীর করোনা যোদ্ধারা প্রথম পর্যায়ে রেজিষ্ট্রেশনের মাধ্যমে এই টিকা গ্রহনের সুযোগ পাবে। গতকাল পর্যন্ত দাকোপে ৬০০ জন টিকার জন্য রেজিষ্ট্রেশন করেছে। যার মধ্যে প্রথম দিন ২৬০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক।জাতীয় পরিচয় পত্র এবং মোবাইল নাম্বারসহ অনলাইন অথবা সরাসরি উপস্থিত হয়ে রেজিষ্ট্রেশন করা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।