October 1, 2023, 3:00 pm

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে পার্বতীপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিং উঠান বৈঠক বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা যিনি দায়িত্ব পালন করার ক্ষেত্রে সত্যিকারে কর্মঠ, তাঁর সামনে কোন কিছুই বাধা হতে পারে না নাটোর গুরুদাসপুরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার নাটোর গুরুদাসপুরে গৃহবধূ খুনের ঘটনায় ০৩ দিন পেরিয়ে গেলেও ঘাতক স্বামী এখনো পলাতক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ৩,৫,৬,ও ৭ ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাউন্সিল সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হাকিমপুর হিলিতে অসহায় মহিলাকে শারীরিক নির্যাতন, অভিযুক্ত সাবেক স্বামী,দেবর, ভাসুর, শ্বশুড়

খুলনার দাকোপের পানখালী নদী ভাঙ্গনে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাধ মারাত্নক ঝুকিপুর্ন

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান:
ভয়াবহ নদী ভাঙ্গনে খুলনার দাকোপে পানখালী ফেরিঘাটের পূর্ব পাশে সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে সাইক্লোন সেল্টার সংলগ্ন প্রায় ৫০ থেকে ৬০ ফুট পানিউন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন মুহুর্তে বেড়িবাঁধ ভেঙ্গে ঝপঝপিয়া নদীগর্ভে বিলিন হয়ে কয়েক হাজার হেক্টর জমির রোপা আমনসহ ঘরবাড়ি প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও মৌখালী, বটবুনিয়া, কামনিবাসিয়াসহ কয়েকটি পয়েন্টে প্রায় একই অবস্থা বিরাজ করছে। সরেজমিনে পানখালী এলাকার ফাল্গুনী হালদার, রাজেন রায়সহ একাধিক ব্যক্তি জানায়, সম্প্রতি ভাঙ্গন কবলিত ঝুঁকিপূর্ণ স্থানটির পানিউন্নয়ন বেড়িবাঁধের অর্ধেকাংশ ইতোমধ্যে ঝপঝপিয়া নদীগর্ভে বিলিন হয়েছে। জোয়ারের তোড়ে বাকি অংশে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে বড় বড় ফাঁটল দেখা দিয়েছে। যা দিয়ে চুয়ে চুয়ে পানি ভিতোরে প্রবেশ করছে। যে কোন মুহুর্তে ওই অংশ ভেঙ্গে বিলিন হয়ে পানখালী, চালনা পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ড সহ ব্যাপক এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন। ভাঙ্গন কবলিত ঝুঁকিপূর্ণ স্থানটি দ্রুত মেরামত করা প্রয়োজন বলে তারা মনে করেন। আর তা না হলে কয়েক হাজার হেক্টর জমির রোপা আমনসহ অসংখ্য ঘরবাড়ি তলিয়ে মানুষের অ-পূরনিয় ক্ষতি হতে পারে। একে তো করোনার কারণে মানুষের অর্থসংকট লেগে আছে আর এক মাত্র আমন ফসল হারালে এলাকার লোক দিশেহারা হয়ে পড়বে বলে তারা জানান। স্থানীয় ইউপি সদস্য জ্যোতি শংকর রায় বলেন নদী ভাঙ্গনের বিষয় পানি উন্নয়ন বোর্ডকে বার বার জানিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না। প্রত্যেক দিন এলাকার প্রায় ১৫০ থেকে ২০০ জন লোক সেচ্ছাশ্রমে ভাঙ্গন কবলিত স্থানে কাজ করছেন। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ জানান, ভাঙ্গন কবলিত ঝুঁকিপূর্ণ স্থানে এলাকার লোকজন সেচ্ছাশ্রমে কাজ করছেন। তিনি দ্রুত বেড়িবাঁধ মেরামতের জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন ভাঙ্গন কবলিত স্থানে আমার লোক গিয়েছিল। স্থানীয় লোকজনের সাথে আমার কথা হয়েছে তারা কিছু জিও ব্যাগ চেয়েছেন। আমি অফিসের নিয়োম মেনে কিছু ব্যাগ দিবো।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com