October 2, 2023, 3:39 am
স্বপন কুমার রায় খুলনা জেলা প্রতিনিধি
খুলনার দাকোপের লাউডোবে এটিএন নিউজের বার্তাপ্রধান মুন্নিসাহা সঙ্গীত শিল্পী চিন্ময় মিস্ত্রীর স্বপ্নের জলসা ঘর পরিদর্শন করতে আসায় এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন বাংলাদেশ টেলিভিশনের তালিকা ভুক্ত শিল্পী চিন্ময় মিস্ত্রী।১২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত একক সঙ্গীত পরিবেশন করেন টিভি শিল্পী চিন্ময় মিস্ত্রী।
দীর্ঘ সময় ধরে গান, গল্প ও আড্ডার মাধ্যমে সুন্দর সময় অতিবাহিত করেন এটিএন নিউজের বার্তাপ্রধান ও খ্যাতিমান সাংবাদিক মুন্নিসাহা।ঐ সময় কিছু স্থির চিত্র ধারন করা হয়। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন লাউডোব ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান শ্রী সরজিত কুমার রায়। রেডিও সুন্দরবন ৯৮.৮ স্টেশন ম্যানেজার ও সঙ্গীত পরিচালক পলাশচন্দ্র ঢালী,উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি স্বপন কুমার রায়, সাংবাদিক তুষার দাস, শ্রী দেবেন্দ্রনাথ মিস্ত্রী, উপস্হাপক অধ্যাপক অসিত সরকার,তবলা সঙ্গতে জ্যোতি ও শিশুশিল্পী সার্থক সরগম সহ সকল অতিথীদের অংশগ্রহনে অনুষ্ঠানটি দারুন প্রানবন্ত হয়ে উঠেছিল। জলসা ঘর পরিদর্শন করে প্রত্যন্ত এলাকার মানুষের শুদ্ধ সাংস্কৃতিক বিনোদনের প্রবল আকাঙ্খা অনুভব করে চৌকস সাংবাদিক মুন্নিসাহা তার প্রতিক্রিয়ায় বিমুগ্ধ হয়ে জলসা ঘরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন এবং সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।