October 1, 2023, 4:34 pm
কয়রা,খুলনা প্রতিনিধি:
দীর্ঘ দিন ধরে মেরামতের অকালভাটর্টি ভাবে বেহাল দশা বিরাজ করছে। ফলে মানুষ ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে গত বছর আম্ফানের কারনে কালভার্টটি একেবারই চলাচলের অনুপো যুগী হয়ে পরেছে। কালভার্টটিতে গোবরা পর্বচক, হরিন খোলা, ঘটাখালী, দক্ষিন মদিনাবাদ গ্রামের জনসাধারনের কয়রা সদরে যাতায়াতের একমাত্র কালভার্ট। কালভাটর্টি ভেঙ্গে যাওয়ার কারনে চরম দুরভোগ প্রহাছে জন সাধারন। দুরুত মেরামত করা না হলে বড় ধরনের ক্ষতির আসংখা করছে এলাকা বাসি।