December 1, 2023, 2:21 pm
মোঃ জসিম উদ্দিন
স্টাফ রিপোর্টার,খানসামা:
অাজ বৃহস্পতিবার ১৯ নভেম্বর উপজেলার তাঁতীপাড়া মোড়, নরবলি বাজার, মর্জিনার মোড়, নেউলা, দুহশুহ, চেহেলগাজী বাজার, কায়েমপুর, কালির বাজার ও কাচিনীয়া বাজারে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৫০০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল ইসলাম।
খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব -উল ইসলাম বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
তিনি আরও বলেন, শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণে এর চেয়ে কঠোর থেকে কঠোরতর অবস্থান নিবে উপজেলা প্রশাসন।
এছাড়াও জনগনকে সুস্থ ও নিরাপত্তায় রাখতেই এই অভিযান বলে জানান তিনি।
উল্লেখ্য, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ০৯ টি মামলা দায়ের করা হয় বলেও জানান উপজেলার এই নির্বাহী কর্মকর্তা।