December 1, 2023, 11:58 pm
মোঃ জসিম উদ্দিন
স্টাফ রিপোর্টার,খানসামা,দিনাজপুর
“আশ্রয়ণের অধিকার…শেখ হাসিনার উপহার” এই স্লোগানকে বাস্তবে রুপ দিতে মুজিব শতবর্ষ উপলক্ষে অাজ দিনাজপুরের খানসামা উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ‘ভুমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেনীর পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজের ভিডিও কনফারেন্সে শুভ উদ্বোধন করেন খানসামা-চিরিরবন্দরের উন্ননের রুপকার সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জননেতা জনাব আবুল হাসান মাহমুদ আলী এম’পি মহোদয়
ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, পিআইও মাজাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, সাংবাদিকবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৬০টি গৃহ নির্মাণ করা হবে।