October 1, 2023, 3:09 pm
আবু হানিফ কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলা জলবায়ু পরিষদের উদ্যোগে কপোতাক্ষ মহাবিদ্যালয়ে যৌন হয়রানী প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় কলেজের হলরুমে অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডলের সভাপতিত্বে ও সিএসআরএল প্রকল্পের উপজেলা ফিল্ড অফিসার নিরাপদ মুন্ডার পরিচালনায় এ উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা (ভারপ্রাপ্ত) মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোহসিন আলম, জলবায়ু পরিষদের সদস্য প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, চন্দ্র কুমার, সাংবাদিক রিয়াছাদ আলী, প্রধান শিক্ষক এস এম নুরুল আমিন নাহিন, এস এম গোলাম রসুল, ইউপি সদস্য সুলতানা মিলি, স্বেচ্ছাসেবক টিম লিডার রাসেল রানা প্রমুখ। আলোচনা শেষে কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডলকে সার্বিক দায়িত্বে ও মোছাঃ বিলকিছ নাহারকে আয়বায়ক করে ৭ সদস্য বিশিষ্ঠ যৌন হয়রানী প্রতিরোধ কমিটি গঠন করা হয়।