September 23, 2023, 1:09 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নন্দীগ্রামে জায়গা দখল নিতে সংখ্যালঘুদের মারধর, মাথায় হাসুয়ার কোপ চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় কোরআন শরীফ প্রদান জলঢাকায় ৪শ বোতল ফেন্সিডিল সহ ২ জন গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে ফুলবাড়ীবাসী পাইকগাছায় জন্ম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত জমজ তিন শিশু কন্যা : অর্থ সংকটে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত নন্দীগ্রামে জায়গা দখল নিতে সংখ্যালঘুদের মারধর, মাথায় হাসুয়ার কোপ রংপুরে স্বপ্ন জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যু টাকা দিয়ে দফারফা রংপুরে তৃপ্তি নামে এক নারীর রহস্যজনক মৃত্যু চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের ফুলের শুভেচ্ছা বিনিময় হরিপদ কাপালী বাংলাদেশ১৯৯৬ সালে ধানের নতুন যে তিনি উদ্বোধন করেন

কোটচাঁদপুর উপজেলার তালসার বাজার কবরস্থান টু কামারকুন্ডু সাবদারপুর রোড সংস্করণ চাই

কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি,আবুল হাসান:

তালসার কবরস্থান টু কামারকুন্ডু ভায়া সাবদারপুর রাস্তাটি শুভ উদ্বোধন করেন ও বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী নাম করন করেন সাবেক সংসদ সদস্য ঝিনাইদহ ৩ এর জনাব অধ্যক্ষ নবী নেওয়াজ। কিন্তু রাস্তাটি আন্দোলপোতার বট তলা মোড় পর্যন্ত পিচ হয়েছে কোন রকম চলে।কিন্তু এই বট তলার মোড় থেকে কামারকুন্ডু ও মামুনশিয়া হয়ে রাস্তায় খোড়া হয়েছে আজ প্রায় তিন বছর কিন্তু এই রোডের ইট বালি কোথায় গেল আর কেনই বা রাস্তার কাজ হচ্ছে না। এই রাস্তা খোড়ার কারনে কোন গাড়ি চলাচল করতে পারছে না। এই রাস্তা দিয়ে হাজারো মানুষ চলাচলের একমাত্র পথ। এটা অতি দ্রূত সংস্করণ করা একান্তভাবে কাম্য। এই রাস্তায় তালসার ঠিকডাঙ্গার মাঠ সংলগ্ন একটি ইউ ড্রেন তৈরি না করেই পুরাতন অকেজো ড্রেনের উপর দিয়ে রোড পিচ করে চলেগেছেন।কয়েক দিন পরে ইউ ড্রেনটি ভেঙে যায়। এই রাস্তা এখন মরন ফাঁদ হয়ে ওঠেছে।যাতায়াত করতে পারছে না এলাকার হাজার হাজার মানুষ। এই মাঠ দিয়ে আট গ্রামের চাষীরা তাদের ফসল তুলে নেন তাদের বাড়িতে কিন্তু রাস্তার ইউ ড্রেন ভাঙ্গার কারনে ফসল হয়তো মাঠে নষ্ট হতে পারে। আর ক্ষতির মধ্যে পড়বে এলাকার সাধারণ চাষীরা। না খেয়ে মরবে সাধারণ গরীব মানুষ। রাস্তা টি অতি দ্রূত ইউ ড্রেন তৈরি সহ রাস্তা মেরামতের জোর দাবী করছেন এলাকার সব শ্রেনী পেশার মানুষ। চেয়ে আছেন সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনায়।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com