September 23, 2023, 1:06 am
মোঃ বাবলু মিয়া খুলনা বিভাগীয় ক্রাইম রিপোর্টার:
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ী বৃন্দ এই কর্মসূচীর আয়োজন করে।
শনিবার সকাল ১০ টায়
উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার (এ টি ও)মাজেদুর রহমান এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেচ্ছা মিকি।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, সাবেক মুক্তিযুদ্ধো কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার, বন্ধন সমবায় সমিতির সভাপতি জাহিদ হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন সরকারি নিবন্ধনকৃত সকল সমবায় সমিতি গুলো সরকারি অনুদানের আওতাভুক্ত করার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে জোর দাবি জানায়।এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা,কর্মচারী ও বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সাধারণ সম্পাদক এবং সমবায়ের সদস্যবৃন্দ।