December 1, 2023, 11:09 pm
মোঃ আব্দুল আল মামুন
কোটচাঁদপুর (ঝিনাইদহ)প্রতিনিধি:বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় (৬ অক্টোবর) মঙ্গলবার আনুমানিক দুপুর ১২টার সময় গোপন সংবাদে সিপিসি-২, র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ী বাজার হতে জাহিদ হাসান রুবেল (২৪)নামে ৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল ১ টি মোবাইল ও ২ টি সিমকার্ড সহ আটক করে। আটককৃত আসামি জনৈক পারলাট গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপর থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা করা হয়।