October 2, 2023, 5:46 am
মোঃ বাবলু মিয়া খুলনা বিভাগীয় ক্রাইম রিপোর্টার:
মো: রোকনুজ্জামান ঝিনাইদহ (কোটচাঁদপুর) থেকে- ঝিনাইদহের কোটচাঁদপুরে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য ও কটুক্তি করায় সরকারি কে এম এইস কলেজের এক শিক্ষার্থী আকাশ কুমার দাশ কে গ্রেফতার করা হয়েছে। আজ ৮ (নভেম্বর) সকাল ১১:৩০ টার সময় সরকারি কে এম এইচ কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিচারদের দাবি নিয়ে প্রিন্সিপাল অনতোষ কুমারের কাছে গেলে ঘটনাটি সত্যতা যাচাই করে তাকে প্রশাসনের হাতে তুলেদেন। এদিকে কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বল্লে তারা বলেন,দির্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যামে নবীকে নিয়ে বাজে মন্তব্য করছে। আমাদের প্রিয়ো নবীর নামে কটুক্তি করেছে আমরা এর সঠিক বিচার চাই। এবং কলেজ থেকে তাকে যেন বহিষ্কার করা হয়। উপজেলার ৫ নং এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামে আকাশ কুমার দাশের জন্মস্থান।