October 1, 2023, 3:22 pm
মোঃ আব্দুল আল মামুন কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি
কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সেলিম হোসেনের কন্যা সুমাইয়া (১০) বাড়ী থেকে হঠাৎ নিখোঁজ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও তাকে সন্ধান পাননি তার পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিমের স্ত্রী ৮বছর আগে শিশু সুমাইয়াকে রেখে এ সংসার রেখে অন্যত্র চলে যান। সে থেকে দাদী রাহেলা বেগম কোলেপিঠে করে মানুষ করে পুতনি শিশু সুমাইয়াকে। সুমাইয়ার বয়স এখন দশ বছর। সে পার্শ্ববর্তী পাঁচলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে লেখাপড়া করে। গত ১৫ আগষ্ঠ তারিখে সেলিম হোসেন ও সেলিমের মা দু’জনে সুমাইয়াকে বাড়িতে একা রেখে তারা কোটচাঁদপুর শহরে আসেন ফ্যান কিনতে।
বাসায় ফিরে সুমাইয়াকে আর পাননি তারা। প্রতিবেশীরা কেউ কিছু বলতেও পারে না। সুমাইয়াকে ৪দিন বিভিন্ন বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে অবশেষে গত ১৯ আগষ্ট কোটচাঁদপুর থানাতে জিডি করেছেন নিখোঁজ সুমাইয়ার পিতা দিন মুজুর সেলিম হোসেন। এর পরও সুমাইয়াকে ফিরে পেতে পিতা সেলিম হোসেন ও দাদী রাহেলা বেগম পথে পথে ঘুরছেন। ঘুরছেন সাংবাদিকসহ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দের দারে দারে সহযোগীতার জন্য। মেয়েটির বর্ণনা- উচ্চতা আনুমানিক ৩ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মখমÐল লম্বাটে, হালকা পাতলা স্বাস্থ্য। হারিয়ে যাওয়ার সময় পরণে ছাপা হলুদ রং-এর ফ্রগ ও হাফ প্যাণ্ট পরিহিত ছিল। কেউ সন্ধান পেলে নিখোঁজ সুমাইয়ার পিতা সেলিম হোসেন মোবাইলে অথবা স্থানীয় থানায় জানানোর জন্য বিনীত ভাবে সকলের প্রতি অনুরোধ করেছেন। মোবাইল নং- ০১৭৫৪-৪৪১৬১৮।