October 2, 2023, 5:04 am
স্টাফ রিপোর্টার, বাবলু মিয়া:ঝিনাইদহ কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাইসা নামে এক বছর তিন মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার সাফদারপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাইসা মহেশপুর উপজেলার কদমতলা গ্রামের রাসেলের কন্যা। পুলিশ জানায়, নিহত রাইসা উপজেলার সাফদারপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের শহিদুল ইসলামের নাতনি। নানা বাড়ি বেড়াতে এসে শনিবার দুপুর বেলা ঘরের বারান্দায় খেলা করা অবস্থায় বৈদ্যুতিক মাল্টি প্লাগে হাত দেয়। এ সময় শিশুটি বিদ্যুতায়িত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নির্ঝার কুমার সাহা তাকে মৃত ঘোষণা করেন। কোটচাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।