December 1, 2023, 11:39 pm
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি
চৌকষ অভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মুন্সিগঞ্জ (ভাঙ্গাপাড়া) গ্রামস্থ মাদক ব্যবসায়ী
মোঃ এরশাদ আলী (৩৬), পিতা-সিরাজ মন্ডল সাং-মুন্সিগঞ্জ (ভাঙ্গাপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া এর বসত বাড়ীর পাকা বিল্ডিং শয়ন ঘরে খাটিয়ার নিচে মেঝের উপর”
একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফেন্সিডিল-১৫০ পিচ, এ্যালকোহল যুক্ত মদ-
৪৮০ মিঃলিঃ (৪.৮ লিটার) আসামী মোঃ এরশাদ আলী (৩৬), পিতা-সিরাজ মন্ডল সাং- মুন্সিগঞ্জ (ভাঙ্গাপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে
উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি
মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।