October 2, 2023, 5:13 am
মোঃরুমন হোসেন, জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ায় মাহফিলে গিয়ে নাশকতার মামলায় মা জেল হাজতে ওপরদিকে তার অবুঝ শিশুর আর্তনাদে স্তব্ধ বাড়ি।
গত শনিবার (১৪ নভেম্বর) কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার অন্তর্ভুক্ত ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া শাহী মসজিদের পাশে মহিলা মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ঠান্ডু চৌধুরীর বাসায় । বাড়ির আশেপাশে সকল গৃহিণীদের উক্ত অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছিলো। সময় সত সকলেই দাওয়াতে উপস্থিত হয়েছিলেন । এমন অবস্থায় তাদেরকে আটক করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ।
পুলিশের ভাষ্যমতে গ্রামের এসব নারীরা নাশকতার উদ্দেশ্যে সেখানে গোপন বৈঠক করছিলেন সেই অভিযোগেই তাদেরকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ঝাউদিয়ার শহিদ এর স্ত্রী সাজেদা বেগম, ঝাউদিয়া মসজিদের ইমাম মোকররম হোসেনের স্ত্রী সুরাইয়া বেগমসহ মজনুর স্ত্রী আছিয়া, জিকোর স্ত্রী শেফালী, মশিউর চৌধুরীর স্ত্রী জান্নাতুল,, আরিফুল ইসলামের স্ত্রী ইসমত আরা, মুরাদ হোসেনের স্ত্রী পারভীন, শরিফুল ইসলামের স্ত্রী নাজমুন নাহার, লাবু খানের স্ত্রী জরিনা খাতুন, জাহাঙ্গীরের স্ত্রী নার্গিস, আব্দুর রহমানের স্ত্রী হাজেরা খাতুন, জালাল মোল্লার স্ত্রী নাজিরা খাতুন, আবু বক্কর এর স্ত্রী ডলি খাতুন, ঋতু সাত্তার এর স্ত্রী হাজেরা খাতুন, মৃত্যু শিলা মন্ডল এর স্ত্রী জোসনা, আক্কাস আলীর স্ত্রী বিজলী, গোলাপ মণ্ডলের স্ত্রী হাশিয়া এবং জালালের স্ত্রী শিলা ।
এর মধ্যে শরিফুল ইসলামের স্ত্রী নাজমুন নাহার যার রয়েছে তিন বছরের একটি ছেলে । ছোট বাচ্চাটি এখনো মায়ের দুধ পান করে। মা ছাড়া কারোর কাছে থাকার অভ্যাস নেই তার। মা ছাড়া এখন আর খাওয়া-দাওয়া করছে না, চুপচাপ হয়ে গেছে শিশুটি। বাসায় আছে নাজমুন্ নাহারের আরো দুইটা মেয়ে । বড় মেয়ের ভাষ্য মতে, আম্মু ছাড়া বাবুকে নিয়ে টেনশনে কারোরই ঘুম আসছে না। পুরো রাত ওকে নিয়ে জেগে থাকতে হয় খাওয়া-দাওয়া করছে না, অসুস্থ হয়ে পড়েছে। খেলনা দিলে অল্প একটু খেলা করছে আবার আম্মু আম্মু বলে কান্না শুরু করছে।
আরিফুল ইসলামের স্ত্রী ইসমত আরা’র রয়েছে সাড়ে তিন বছরের একটি মেয়ে। আরিফুলের স্ত্রী ও মা দুজনেই নাশকতার মামলায় গ্রেফতার। বর্তমানে তার বাসায় কোন মেয়ে মানুষ নেই যে তার বাচ্চাকে একটু দেখাশোনা করবে। আরিফুল ইসলাম ও শরিফুল ইসলাম এরা দুই ভাই মিলে অনেক কষ্ট করে মাকে ভুলে রাখার চেষ্টা করছে । কিন্তু কোনো রকম ভাবেই মাকে ছাড়া থাকতে চাচ্ছেনা অবুঝ ঐ শিশু।
এলাকাবাসী বলেন, কে বা কারা শত্রুতা করে পুলিশকে খবর দিয়ে এমন ন্যাক্কারজন কাজ করিয়েছেন । যা অমানবিক । এমন ঘৃনিত কাজের প্রতিবাদ জানান এবং এ ঘটনার সঠিক তদন্তের দাবী জানান এলাকাবাসী ।