October 2, 2023, 3:55 am
দৈনিক সকলের বার্তা,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া, ৫নভেম্বর, ২০২০।। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের গঙ্গাতলা মাঠের মধ্যে এক কৃষকের ৭ কাঠা জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (৪ নভেম্বর) রাতে।
জানা যায়, ছাতিয়ান ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গঙ্গাতলা গ্রামের মাঠের মধ্যে জিয়ারত আলীর নামের এক কৃষক সাত কাঠা জমিতে ধানের আবাদ করেন। ধানগুলো পেকে গেলে তা লেবার দিয়ে কেটে বাহনের অভাবে আজ বাড়ীতে আনতে পারেনি। সকালে নেবে এই চিন্তা কর জমিতেই তা স স্তুপ করে রাখেন। এরই মধ্যে রাতে ওই কৃষক জানতে পারেন তার স্তুপ/পালা করে রাখা ধানের গাদায় আগুন জলছে। খবর পেয়ে যতক্ষনে ওই কৃষক তার জমিতে এসে পৌছান ততক্ষনে আগুনের লেলিহান শিখায় ধানগুলো পুড়ে ভষ্ম হয়ে গেছে।
ধারনা করা হচ্ছে রাতের আধারের সুযোগ নিয়ে কে কাহারা শত্রুতাবশতঃ পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।
এ ব্যাপারে কৃষক জিয়ারত আলী বলেন, আমি খুব গরিব মানুষ। জমি লীজ নিয়ে মাত্র ৭ কাঠা জমিতে ধান লাগিয়েছিলাম। আমার কোন শত্রু ছিল না।
ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট শেন্দহ ক্যাম্প ইনচার্জ এস আই আবু তৈয়ব সত্যতা নিশ্চিত করেছেন।