October 1, 2023, 4:23 pm
, ৫ নভেম্বর, ২০২০।। কুষ্টিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলায় আমৃত্য যাবজ্জীবন কারাদন্ড প্রদান কুষ্টিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলায় আসামী ইয়াসিন মোল্লা(২৪) কে আমৃত্যু যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে নারী ও শিশু আদালত। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার নারী শিশু আদালতের বিচারক মুন্সি মশিউর রহমান এ রায় প্রদান করেন।মামলা সূত্রে জানা গেছে ,গত ১৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখ সকালে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের মনিকা খাতুন নামের এক স্কুল ছাত্রী গ্রামের স্কুলে যাওয়ার পথে অপহরণ হয়।এ বিষয়ে মনিকার পরিবার ভেড়ামারা থানায় একটি মামলা করে।যার নম্বর ১৯৬/১৯।ভেড়ামারা থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শেষে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দণ্ডবিধির ৭ ও ৯/১ ধারায় আসামির বিরুদ্ধে চার্জশীট প্রদান করে।আদালত মামলটির শুনানী শেষে দন্ডবিধির ৯/১ ধারায় ধর্ষণের অভিযোগে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড ১লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬মাসের কারাদন্ড প্রদান করে এবং দণ্ডবিধির ৭ ধারায় ১৪ বছরের কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করে।আসামি মশিউর পালাতক আছে। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন নারী শিশু আদালতের পিপি আব্দুল হালিম।