September 23, 2023, 12:54 am
মোঃরুমন হোসেন, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া খবর ৯ নভেম্বর, ২০২০।। কুষ্টিয়ার ভেড়ামারার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার ক্ষেমিরদিয়াড় বিশ্বাস পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আত্মীয় ও প্রতিবেশীদের প্রদত্ত তথ্য থেকে জানা যায় সকাল ০৯.০০ টার দিকে বিন্থিয়া ওরফে বৈশাখী বাড়ি থেকে বের হয়ে একা একা বাড়ির পিছনে খালের দিকে যায়। ঢালু খালে পিছলে সে পানিতে ডুবে যায়। বাবুলের মেয়ে বিন্থিয়া ওরফে বৈশাখীকে খোঁজাখুঁজি করার একপর্যায়ে পানিতে নিমজ্জিত মরদেহ উদ্ধার করা হয়। কিছুক্ষণের মধ্যেই শিশুটির লাশ ক্ষেমিরদিয়ার গোরস্তানে ধর্মীয় রীতিতে দাফন করা হবে। মৃত বৈশাখীরা ৩ ভাই বোন। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে অাসে।