September 23, 2023, 1:16 am
রুমন কুষ্টিয়া: কুষ্টিয়ার আলোচিত সংবাদ,৮ নভেম্বর ২০২০ : স্বামী পরিত্যক্তা তরুণী এক গৃহবধুর সাথে প্রভাবশালী আওয়ামীলীগের এক নেতা উপজেলা চেয়ারম্যানের মুঠোফোনের অডিও কেলেংকারীর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় কুষ্টিয়া জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ওই তরুণীর সাথে মুঠোফোনে কথোপোকথনের একাধিক অশ্লীল অডিও ফাঁস হয়ে যাওয়ায় ঘটনাটি এখন “টক অব দ্যা টাউন” এ পরিণত হয়েছে। অশ্লীল কথোপোকথনের অডিও ছাড়াও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খানের সাথে এক সন্তানের জননী স্বামী পরিত্যক্তা ওই তরুণীর রাজধানী ঢাকার একটি হোটেলে সময় কাটানোর ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। লালন গানের শিল্পী স্বামী পরিত্যক্তা সুন্দরী ওই গৃহবধুর বাড়ি কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকায় বলে জানা গেছে। সোস্যাল মিডিয়ায় মান্নান খান এবং ওই গৃহবধুর অডিও কেলেংকারীর ঘটনা ছড়িয়ে পড়লে বিষয়টির সত্যতা নিশ্চিত করার জন্য গণমাধ্যমকর্মীরা ওই গৃহবধুর মুখোমুখি হন। এ সময় তাকে (ওই গৃহবধুকে) মুঠোফোনে কথোপোকথনের ওই অডিও ক্লিপগুলো শোনানো হলে তিনি ওই অডিও ক্লিপ গুলো তার এবং মান্নান খানের বলে স্বীকার করেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খানের সাথে রাজধানী ঢাকার মিরপুর এলাকার একটি হোটেলে একাধিকবার দেখা সাক্ষাত হওয়ার এবং একান্তে সময় কাটানোর বিষয়টিও অকপটে শিকার করে নেন ওই তরুণী।
স্বামী পরিত্যক্তা তরুণী ওই গৃহবধুর সাথে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খানের অডিও কেলেংকারীর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলা এবং উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের মধ্যেও চরম প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জেলা এবং উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা বলছেন, আব্দুল মান্নান খানের এই নৈতিক স্খলনের বিষয়টি কোন ভাবেই সমর্থন করার মত নয়। এটা চরমভাবে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। এর দায় মান্নান খানকেই নিতে হবে। আওয়ামীলীগ কোন অবস্থাতেই এর দায় নেবে না। গণমাধ্যমকর্মীদের কাছে ওই গৃহবধু জানান, প্রায় দু’বছর আগে প্রতিবেশী মিলন নামের এক যুবকের মাধ্যমে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ গ্রামের শিক্ষানবীশ আইনজীবী আনিসুর রহমান লালের সাথে তার পরিচয় হয়।
চলতি বছরের শুরুর দিকে আনিসুর রহমান লাল ( আমার নেতা-খুব প্রভাবশালী) এ কথা বলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খানের সাথে তার (ওই গৃহবধুর) পরিচয় করিয়ে দেয়। পরিচয়ের পর ওই গৃহবধুর গান শুনে আব্দুল মান্নান খান তার প্রতি আসক্ত হন। এর পর থেকে চলতে থাকে দিনের পর দিন মুঠোফোনে কথোপোকথন। ওই গৃহবধু জানান পরিচয় হওয়ার পর তিনি এবং আব্দুল মান্নান খান রাজধানী ঢাকার একটি হোটেলে বেশ কয়েকবার দেখা করেছেন এবং সময় কাটিয়েছেন। আব্দুল মান্নান খানের সাথে তার মুঠোফোনে কথোপোকথনের অডিও কিভাবে ছড়িয়ে পড়ল জানতে চাইলে ওই তরুণী দাবি করেন, আনিসুর রহমান লাল তার মোবাইলের মেমোরি কার্ড বের করে নিয়ে গিয়ে এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
ঢাকার হোটেলে অবস্থানের ছবিটিও লালের লোকজন তাদের অজান্তে গোপনে ধারণ করে বলেও তিনি দাবি করেন। এদিকে এই অডিও ফাঁস হওয়ার ঘটনায় আব্দুল মান্নান খান স্থানীয় রাজনীতিতে অনেকটাই কোনঠাঁসা হয়ে পড়েছেন। দলীয় কোন কর্মসূচীতে তাকে আর তেমন একটা দেখা যাচ্ছে না। এ ব্যাপারে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নৈতিক স্খলন কোন ভাবেই মেনে নেওয়া যায়না। কোন ব্যক্তি বিশেষের অনৈতিক কর্মকান্ডের দায় আওয়ামীলীগ কোন ভাবেই বহন করবে না। এর দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে। এ ব্যাপারে কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খানের সাথে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।