December 1, 2023, 2:11 pm
মোঃ শৌভন আহম্মেদ সবুজ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
আজ বুধবার ২৫শে নভেম্বর সকাল দশটার সময় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে শান্তি পুর্ন ভাবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গতকাল বিআরটিএর গাফিলতি ও সিএনজি অটোরিকশা রুট পারমিট না দেওয়া ও কালক্ষেপণ করার প্রতিবাদে সিএনজি অটোরিকশা মালিক সমিতি আজ বুধবার শান্তি পুর্ন মানববন্ধন এর ডাক দেয় ।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মালিক সমিতির সভাপতি বাংলার মাটি রক্ষা কমিটির প্রধান মোঃ সোলায়মান চিশতি সহ সকল সিএনজি অটোরিকশা চালক ও মালিক বৃন্দ। বিআরটিএ কে জমাকৃত রেজিস্ট্রেশন ও গাড়ীর রুট পারমিট দেয়ার জন্য ৭দিনের আল্টিমেটাম দিয়ে বক্তব্য রাখেন সোলায়মান চিশতি। তিনি আরো বলেন আমাদের সমিতি টি সরকারি রেজিস্ট্রেশন কৃত (খুলনা ২১১৬) তারপরো সরকারি ব্যাংক এর মাধ্যমে টাকা দিয়েও কেনো কাগজ পেতে এতো দেরি । এবং বিআরটিএ এর গাফিলতি কেনো দুর্নীতির আওতায় আসবেনা তা উল্লেখ করে ও তিনি আলোচনা রাখেন।
দ্রুত সময়ের মধ্যে সিএনজি অটোরিকশা রুট পারমিট ও প্রয়োজনীয় কাগজপত্র না পেলে কঠোর কর্মসূচির আভাশ দেন এই সমিতির সভাপতি সোলায়মান চিশতি।