December 1, 2023, 10:47 pm
মোঃ শৌভন আহম্মেদ সবুজ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালী তে সোনিয়া নামের একটা মেয়ের আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোনিয়া বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া হাজী আছিয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
একই এলাকার জহুরুল এর ছেলে জীবন দীর্ঘ দিন ধরে সোনিয়াকে বিয়ের প্রলোভন দেখিয়ে দেহ ভোগ করে আসছিল ।পরে সোনিয়া তাকে বিয়ের জন্য চাপ দিলে জীবন বিয়ে করতে অস্বীকার করে ।এর মাঝেই সোনিয়া বুঝতে পারে সে অন্তঃসত্ত্বা।পরে বিষয়টি জীবন কে জানালে জীবন আরো হিংস্র হয়ে সোনিয়াকে মারধর করে এবং একথা কাউকে না বলার হুমকি দেয় এবং পরবর্তীতে প্রান নাশের হুমকি দেয়।
আমি বেঁচে থাকতে তো বিচার পায়নি তাই মরে গিয়ে জীবনের শাস্তি চাই।আমার পেটে জীবনের বাচ্চা ।এমন একটি সুইসাইড নোট লিখে গত সোমবার দিবাগত রাতে বাগুলাট ইউনিয়নের নিজের বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সোনিয়া (১৬)।
পরে কুমারখালী থানা পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এবং দোষী জীবন এখন পলাতক রয়েছে। তাকে গ্রেফতার এর সর্বোত্তম চেষ্টা করছে পুলিশ। সুইসাইড নোট ও ডায়েরি এখন পুলিশ হেফাজতে রয়েছে।