October 1, 2023, 4:26 pm
মোঃ শৌভন আহম্মেদ সবুজ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া বিআরটিএ অফিস যেনো ভোগান্তির আরেক নাম । সময় মতো সিএনজি রুট পারমিট না দেওয়ায় আগামী কাল ভেড়ামারা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ডাক দিয়েছেন সিএনজি ,অটোরিকশা,মালিক সমিতি।
বিআরটিএ অফিসে সরকারি ফি ছাড়া ও অতিরিক্ত টাকা দিয়েও মিলছেনা সিএনজি অটোরিকশার রুট পারমিট ও প্রয়োজনীয় কাগজপত্র।দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন সিএনজি অটোরিকশার মালিকেরা।
আজ সিএনজি অটোরিকশা ও টেম্পু মালিক সমিতির সভাপতি ,বাংলার মাটি রক্ষা কমিটির প্রধান মোঃ সোলায়মান চিশতি আগামী কাল বুধবার সকাল ১০টার সময় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে মানববন্ধ কর্মসূচি ঘোষণা করেছেন।সকল সিএনজি অটোরিকশা চালকেরা উক্ত মানববন্ধন এ যোগ দেয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য কুষ্টিয়া বিআরটিএ অফিসে দিনের পর দিন দুর্নীতি বেড়ে যাওয়া ও গড়িমসি করে কালক্ষেপণ এর প্রতিবাদে এ মানববন্ধন এর ঘোষণা দেওয়া হয়েছে। সমিতির সভাপতি মোঃ সোলায়মান চিশতি শান্তি পুর্ন ভাবে মানববন্ধন সফল করার জন্য সকলের নিকট আহ্বান জানান।