December 1, 2023, 10:29 pm
মোঃরুমন হোসেন
দৈনিক সকলের বার্তা
কুষ্টিয়ার মিরপুরে কালিমা ও রাসূল (সা.) এর হাদিসের বিরুদ্ধে কটুক্তি করায় শিক্ষক আমিরুল ইসলামের বিরুদ্ধে মামলা করলেন হাক্কানী দরবারের পরিচালক খালিদ হাসান সিপাহী।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালতে এ মামলা দায়ের করেন।
হাক্কানী দরবারের পরিচালক খালিদ হাসান সিপাহী বলেন, মিরপুর দারুস সালাম অনলাইন স্কুলের পরিচালক আমিরুল ইসলাম কোরআন-হাদীস ও কালেমা বিরোধী প্রতারনা ও কর্মকাণ্ড করছেন। হাক্কানী দরবারের সকল অনুসারীদের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানায়। এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানায়। তার শাস্তি না হলে আগামীতে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কুষ্টিয়ার মিরপুরে এক শিক্ষককে আটক করে পুলিশ। মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
অভিযুক্ত আমিরুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদাপাড়া মৃত আব্দুর রহমানের ছেলে।
তিনি নিমতলা দারুসসালাম অনলাইন মডেল স্কুলের পরিচালক।
আটকের পর মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে এক শিক্ষককে আটক করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।