October 1, 2023, 2:37 pm

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে পার্বতীপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিং উঠান বৈঠক বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা যিনি দায়িত্ব পালন করার ক্ষেত্রে সত্যিকারে কর্মঠ, তাঁর সামনে কোন কিছুই বাধা হতে পারে না নাটোর গুরুদাসপুরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার নাটোর গুরুদাসপুরে গৃহবধূ খুনের ঘটনায় ০৩ দিন পেরিয়ে গেলেও ঘাতক স্বামী এখনো পলাতক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ৩,৫,৬,ও ৭ ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাউন্সিল সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হাকিমপুর হিলিতে অসহায় মহিলাকে শারীরিক নির্যাতন, অভিযুক্ত সাবেক স্বামী,দেবর, ভাসুর, শ্বশুড়

কুমিল্লায় মসজিদকে কেদ্র করে মারামারি

কুমিল্লায় মসজিদকে কেন্দ্র করে আওয়ামিলীগ এর নিবেদিত প্রাণ মিথ্যা মামলার আসামি।। রাহেলা আক্তার কুমিল্লা জেলা প্রতিনিধি প্রথম পর্ব,,,,,,, নাঙ্গলকোট উপজেলা বাসি 26/3/2020 তারিখে বাকি হাটি কাজী বাড়ির হুমায়ুনের বাড়ির উত্তর পাশে লিটন আর আফজালের বাড়ির দক্ষিণ পাশে রাস্তা নিয়ে বিরোধ ছিল তখন গ্রামবাসী সবাই একত্রিত হলো তখন রফিক ভাই বলল উভয়পক্ষের থেকে দুই হাত দুই হাত জায়গা দিলে রাস্তা হয়ে যাবে তখন বাকি হাটি পশ্চিম পাড়ার ভূঁইয়া গুষ্টির আবুল হোসেন ভূঁইয়া, আফজালুর রহমান ভূঁইয়া,, তোফায়েল আহমেদ ভূঁইয়া,, পারভেজ হোসেন ভূঁইয়া,, শামসুল আলম ভূঁইয়া,, জালাল আহমেদ ভূঁইয়া,, জসিম উদ্দিন ভূইয়া, তাসাদ্দেক হোসেন ভূঁইয়া সোহাগ,, সাখাওয়াত হোসেন ভূঁইয়া জাসদ সহ অনেকে বলল তুই ফকিন্নির ছেলে রায় দেওয়ার কে তখন গ্রামের সবাই বলল রফিক ভাই অন্যায় করছে কি?? উনি ঠিক বলেছে,, তখন তারা বলল রফিক তোকে দেখে নেব বলে হুমকি দিয়ে চলে যায়,,,, 3 তারিখ 4 মাস 2020 আব্দুল করিম বাদশার বিয়ে ছিল মদনপুর পালোয়ান বাড়িতে তখন রফিক ভাই আবু ইউসুফ মিয়া আব্দুর রহমান মিয়া মানিক তালুকদার, জাকার মেম্বার, মনির ভাই সহ অনেকে বিয়েতে ছিল,, বিয়ে শেষে রফিক, মানিক আব্দুর রহমান মিয়া,আবুল খায়ের আর একসাথে আসতেছিল রাতে সাড়ে দশটায় রফিক ভাই বাকিহাটি স্কুলের সামনে এসে পেশাব করতে বসে তখন বাকিহাটি ভূঁইয়া গোষ্ঠীর,, তাসাদ্দেক হোসেন ভূঁইয়া সোহাগ,, সাখাওয়াত হোসেন জাশেদ,, তোফায়েল আহমেদ ভূঁইয়া ,আবুল হোসেন ভূঁইয়া, আফজাল ভূঁইয়া জসিম উদ্দিন ভূইয়া পারভেজ হোসেন ভূঁইয়া কাজি মিজান , , কাজী হুমায়ুন কবির সহ অনেকে রফিক ভাইকে একা পেয়ে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথা এবং চোখ নষ্ট করে দেয়,, তার চিৎকার শুনে গ্রামের সবাই একত্রিত হয়ে প্রতিবাদ করে যার পরিপ্রেক্ষিতে মদনপুর থেকে নূরনবী স্বপন ,ইলিয়াস পালোয়ান, জসীমউদ্দীন মেম্বার,, আলিয়ারার শেখ ফরিদ আহমেদ ,সোহেল, হানিফ পন্ডিত জালু মাজি সহ সবাই এসে উপযুক্ত বিচার করার আশ্বাস দিয়ে দুই পক্ষকে শান্ত করে পরদিন শেখ ফরিদের নেতৃত্বে আশেপাশের গ্রামের লোকজন নিয়ে বিচারের তারিখ দেয় উভয় পক্ষ থেকে তিনশত টাকার স্টাম্প নেয়,, যে আমরা বিচার মানি,, তখন শেখ ফরিদ বিচারের তারিখ দেয় 11 এপ্রিল তখন ওই পক্ষ শেখ ফরিদের কাছে উনাদের আবু বক্কর ভূঁইয়া বিদেশ থেকে আসার জন্য এক সপ্তার সময় চায় তখন শেখ ফরিদের মানবিক চিন্তা করে এক সপ্তাহ সময় বাড়িয়ে দেয় অহিদুর রহমান চেয়ারম্যান,কিন্তু পাঁচ মাস অতিক্রম হলো অদ্যবধি বিচার হলো না,,, তখন বাকিহাটির পূর্বপাড়া, মধ্যপাড়া , দক্ষিণ পাড়া এক হয়ে সেপারেট ঈদগা করে তখন এলাকা ছড়িয়ে পড়ে ভূঁইয়া গুষ্টি কে বাকি হাটি সমাজ থেকে বের করে দিয়েছে তারা ক্ষিপ্ত হয়ে পরিকল্পনা শুরু করে কিভাবে এই তিন পাড়ার মানুষকে শেষ করা যায় ।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com