December 1, 2023, 12:55 pm
ক্রাইম রিপোর্টার এম তানভীর আলম:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা
বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক পাঁচারকারীকে আটক করেছে র্যাব-১১ এর সিপিসি-২। এসময় তার কাছ থেকে ৭ হাজার ৬৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) বিকালে সদর দক্ষিণের চৌয়ারা বাজার এলাকায় ইয়াবা পাঁচারকালে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নোয়াগ্রাম গ্রামের মো: আবদুল হাকিমের ছেলে মো: নজরুল ইসলাম (২৮)।
এই বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব।