December 1, 2023, 1:38 pm
ক্রাইম রিপোর্টার,এম তানভীর আলম:
কুমিল্লা নগরীর আলেখার চর থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১ এর সিপিসি-২।
বুধবার গভীর রাতে নগরীর আলেখার চর বিশ্বরোডমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা নগরীর ধুতিয়া দিঘীর উত্তর পাড়েরর ফুলমিয়ার ছেলে মো: নুরুল ইসলাম (৪২),একই এলাকার আব্দুল হান্নানের ছেলে মো: মেহিদি হাসান @ রায়হান (৩০),নগরীর জামবাড়ি এলাকার আব্দুল জব্বারের ছেলে মো: সাইমুল (২৬)।
র্যাব জানায়, আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এই ঘটনায় তাদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।