December 1, 2023, 10:40 pm
ক্রাইম রিপোর্টার
এম তানভীর আলম
মাননীয় পুলিশ সুপার,কুমিল্লা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ্ মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী, নাঙ্গলকোট থানা এর নেতৃতে এসআই(নিঃ) মোহাম্মদ ইয়ামিন সুমন, সঙ্গীয় এএসআই(নিঃ)আব্দুল কাদের, এএসআই(নিঃ)দেলোয়ার হোসেন এবং ফোর্সের সহায়তায় রাত্রিকালীন বিশেষ মাদক উদ্ধার অভিযান ডিউটি পরিচালান করিয়া আসামী ১। শফিকুর রহমান প্রঃ শাকিল প্রঃ মামুন(১৯), পিতা- মোঃ বছির, মাতা-ছবুরা বেগম, সাং-চাঁনকরা,(একতা বাজারের পার্শ্বে), থানা- চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা। ২। মোঃ মাহফুজ প্রঃ পারভেজ(২৪), পিতা- মৃত এছাক মিয়া, মাতা-মায়া বেগম, সাং- আঙ্গোলখোঁড়, (ব্রাক অফিসের পশ্চিম পার্শ্বে), ৩। মোঃ আনোয়ার হোসেন প্রঃ হোসেন(২৭), পিতা- নুর আহাম্মদ, মাতা- আলেয়া বেগম, সাং-পরিকোট, (পূর্ব গাংগের পাড়), উভয় থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লাদের ২৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৯/০১/২১খ্রিঃ তারিখ ০১.৩০ ঘটিকার সময় গ্রেফতার করেন। পরবর্তীতে এই বিষয়ে নাঙ্গলকোট থানার মামলা নং-০৬, তাং-০৯/০১/২০২১খ্রি:, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিল ১০(ক) রুজু করিয়া আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ পৃর্বক মামলাটি তদন্তকারী অফিসার এসআই (নিঃ)মোঃ কামরুল ইসলাম-৮২০১০১৭১১৩ (মোবাইল নং- 01716264810) এর উপর অপর্ণ্ করা হয়। এবং নাঙ্গলকোট পৌরসভার অন্তর্গত হরিপুর গ্রামের মুচি বাড়ীস্থ মাদক ব্যবসায়ী রেখা রানী(৩৭), স্বামী- বাদল রবী দাস, সাং-হরিপুর,(রেল গেইট সংলগ্ন), থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লার বসত বাড়ীতে বিশেষ অভিযান ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি পরিচালনা করিয়া মাটির নিচে লুকানো অবস্থায় ২টি নীল রংয়ের প্লাষ্টিকের ড্রাম প্রতিটি ড্রামের ভিতর ৯০ লিটার করিয়া মোট ১৮০(একশত আশি)লিটার দেশীয় তৈরী চোলাই মদ এবং সাদা রংয়ের ১টি প্লাস্টিকের ড্রামের ভিতর ৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ সর্বমোট ২১০(দুইশত দশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ গ্রেফতার করেন।
উক্ত আসামী রেখা রানীর বিরুদ্ধে পূর্বের মামলাঃ-
উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বের মামলাঃ-
১। লাঙ্গলকোট থানার এফ আই আর নং-২০/১০৭, তারিখ- ২৩ জুলাই, ২০২০; সময়- ০০.৩৫ ধারা- ৩৬(১) এর ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; , ২। লাঙ্গলকোট থানার এফ আই আর নং-০৯, তারিখ- ২৫ অক্টে, ২০০৯; সময়- ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন। পাওয়া যায়। মাদক উদ্ধার অভিযান ও ওয়ারেন্ট তামিল চেষ্টা অব্যাহত আছে।