October 1, 2023, 3:44 pm
মোঃরুমন হোসেন
দৈনিক সকলের বার্তা
কুষ্টিয়ার কুমারখালী শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর যমুনা স্পোর্টিং ক্লাব মাঠে গতকাল রাতে মরহুম হাতেম আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিজয়ি হয়েছেন ইয়াংস্টার ক্লাব।
যমুনা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মোঃ আব্দুল ওহাবের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি থেকে খেলা উদ্বোধন করেন শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন খান তারেক।
ব্যতিক্রমধর্মী রাতের ফুটবল খেলায় মোট ৪ টি দল অংশ গ্রহণ করে। তাদের মধ্যে হাসিমপুর বেঙ্গল ক্লাব ও মির্জাপুর ইয়াংস্টার ক্লাব ফাইনাল খেলায় অংশ নেয় এবং ইয়াং স্টার ক্লাব বিজয়ি হয়। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, শিলাইদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুল আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম ভুট্টো প্রমুখ।